যোগাযোগ যন্ত্র কাকে বলে? | কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা কর

যোগাযোগ যন্ত্র কাকে বলে? কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা কর:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “যোগাযোগ যন্ত্র কাকে বলে? কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা কর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

যোগাযোগ যন্ত্র কাকে বলে? | কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা কর

যোগাযোগ যন্ত্র কাকে বলে? 

উত্তর : যে সকল যন্ত্রের মাধ্যমে যোগাযোগ করা হয়, তাদেরকে যোগাযোগ যন্ত্র (Communication Device) বলে। যেমন– বেতার, টেলিভিশন (Television), মোবাইল ফোন (Mobile Phone), টেলিফোন (Telephone) ইত্যাদি।

কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা কর

উত্তর : আমরা যখন কথা বলি তখন টেলিফোনের মাউথপিসের মাইক্রোফোনটি কণ্ঠস্বরের শব্দতরঙ্গকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে। 

এ সংকেত টেলিফোনের তার দিয়ে অপর টেলিফোনের ইয়ারপিসে যায়। ইয়ার পিসের স্পীকার তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করে, ফলে গ্রাহক বা শ্রোতা শব্দ শুনতে পান এবং কথার জবাব দেন। 

এ জবাব শ্রোতার টেলিফোন সেটের মাউথপিসের মাইক্রোফোনের সাহায্যে তড়িৎসংকেতে পরিণত হয়ে প্রেরকের টেলিফোনে ফিরে আসে এবং প্রেরকের ইয়ারপিসের স্পীকারে শব্দে পরিণত হয়, প্রেরক তখন গ্রাহকের কথা শুনতে পায়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে যোগাযোগ যন্ত্র কাকে বলে? কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা কর বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন