রোজ নামচা কি ডায়েরির সার্থক প্রতিশব্দ? আত্মজীবনীর সঙ্গে ডায়েরির প্রভেদ উদাহরণের সাহায্যে স্পষ্ট করো - আসল ব্যাখা

রোজ নামচা কি ডায়েরির সার্থক প্রতিশব্দ? আত্মজীবনীর সঙ্গে ডায়েরির প্রভেদ উদাহরণের সাহায্যে স্পষ্ট করো: আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আপনাদের স্বাগতম জানাচ্ছি লাখ পড়া মাইমুনা তে। আমার নাম মাইমুনা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনাদের বিভিন্ন জায়গায় লাগতে পারে। 

আমি জানি আপনারা “রোজ নামচা কি ডায়েরির সার্থক প্রতিশব্দ? আত্মজীবনীর সঙ্গে ডায়েরির প্রভেদ উদাহরণের সাহায্যে স্পষ্ট করো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে খোজাখুঝি করছেন।আর আপনি এখন একদম সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয়টি সম্পর্কে সব ভালো ভাবে জানতে পারবেন। 

রোজ নামচা কি ডায়েরির সার্থক প্রতিশব্দ? আত্মজীবনীর সঙ্গে ডায়েরির প্রভেদ উদাহরণের সাহায্যে স্পষ্ট করো:

রোজ নামচা কি ডায়েরির সার্থক প্রতিশব্দ? আত্মজীবনীর সঙ্গে ডায়েরির প্রভেদ উদাহরণের সাহায্যে স্পষ্ট করো

রোজনামচা ডায়েরির সার্থক প্রতিশব্দ। ডায়েরির আরও অনেক প্রতিশব্দ আছে দিনলিপি, দিনপঞ্জী, রোজনামচাও তাই। রোজনামচা ও ডায়েরি লেখার প্রথা সুপ্রাচীনকাল থেকে রহমান। আলবেরুণী প্রমুখ সুদূর অতীতের ভ্রমণকারীদের যেসব ভ্রমণ কাহিনি লিখেছেন তার সবই ডায়েরির আঙ্গিকে লেখা। ডায়েরি অর্থাৎ একটি দিন কেমনভাবে কাটলো তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিনের বিবরণ তাই এটি রোজনামচা হিসাবেও পরিচিত।


আত্মজীবনীর সঙ্গে ডায়েরির প্রভেদ হল-ডায়েরি থেকে আত্মজীবনী লেখা হয়, কিন্তু আত্মজীবনী থেকে ডায়েরি লেখা হয় না। ডায়েরির আকার দেখে তবে আত্মজীবনীর রচনার আকার তৈরি হয়। ডায়েরিতে জীবনের বিভিন্ন তথ্যের উল্লেখ থাকে এবং সেগুলি এলোমেলো, কিন্তু আত্মজীবনীতে সেগুলি সাজিয়ে নিতে হয়। বাংলা সাহিত্যে আত্মজীবনী রচনার পরিমাণ অনেক কম। কিন্তু ডায়েরির পরিমাণ বেশি, ডায়েরিতে নিজের দোষগুণ থাকে কিন্তু আত্মজীবনীতে দোষ ঢাকা থাকে। ডায়েরির আকারে লেখা আত্মজীবনীর মধ্যে উল্লেখযোগ্য চারুচন্দ্র দত্তের 'পুরানো কথা' চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ‘গদাধর শর্মা ও ওরফে জটাধারীর রোজ নামচা'। ইংরাজিতে ডায়েরির আকারে লেখা আত্মজীবনীর মধ্যে উল্লেখযোগ্য Samuel Pepy এবং John Evelyn এর লেখা Diaries or James Boswell-এর লেখা Journals ইত্যাদি।

আশা করি আমার ভাই বোনের এই পোস্টটি অনেক ভালো লেগেছে। এর সাথে রোজ নামচা কি ডায়েরির সার্থক প্রতিশব্দ? আত্মজীবনীর সঙ্গে ডায়েরির প্রভেদ উদাহরণের সাহায্যে স্পষ্ট করো বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পাও, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে কখনো ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন