নিউরাল নেটনিউমেরিক কীপ্যাড কি?ওয়ার্ক কি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “নিউরাল নেটনিউমেরিক কীপ্যাড কি?ওয়ার্ক কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
নিউরাল নেটনিউমেরিক কীপ্যাড কি?ওয়ার্ক কি?
কীবোর্ডের ডান দিকে অবস্থিত ক্যালকুলেটরের মতো ১৭ থেকে ১৮ টি কী (Key) সম্বলিত অংশকে নিউমেরিক কী প্যাড (Numeric keypad) বলা হয়। পরিসংখ্যান ও গণিত বিষয়ক কাজের জন্য নিউমেরিক কীপ্যাড ব্যবহার করা সুবিধাজনক।
নিউমেরিক কী প্যাডের উপরের বাম পাশে অবস্থিত Num Lock লেখাযুক্ত কী-টি অফ ও অন করে নিউমেরিক কীপ্যাড অধিকাংশ কী দ্বৈত কাজে ব্যবহার করা যায়।
অর্থাৎ Num Lock কী অন করে রাখলে গাণিতিক ফাংশনগুলো কাজ করে, আবার Num Lock কী বন্ধ থাকলে নিউমেরিক কী সমূহের নিচে যা লেখা আছে সেগুলো কাজ করবে। যেমন, 7 লেখা কী-টির নিচে হোম লেখা রয়েছে।
Num Lock কী চালু থাকলে এটি চাপলে 7 লেখা হবে। আবার Num Lock কী বন্ধ থাকলে এটি চাপলে কার্সর লাইনের শেষে স্থানান্তরিত হবে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে নিউরাল নেটনিউমেরিক কীপ্যাড কি?ওয়ার্ক কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।