এনজিওগ্রাফি কেন করা হয়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “এনজিওগ্রাফি কেন করা হয়” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
এনজিওগ্রাফি কেন করা হয়
এনজিওগ্রাফি করার কারণগুলো হলো-
১. হৃদপিন্ডের বাইরের ধমনীতে ব্লকেজ হলে।
২. ধমনী প্রসারিত হলে।
৩. কিডনিতে ধমনীর অবস্থা বোঝার জন্য।
৪. শিরার কোন সমস্যা হলে এনজিওগ্রাফি করা হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে এনজিওগ্রাফি কেন করা হয়। বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।