গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু শীতল করলে আয়তন হ্রাস পায়- রসায়ন [২০২৩]

গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু শীতল করলে আয়তন হ্রাস পায়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু শীতল করলে আয়তন হ্রাস পায়” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু শীতল করলে আয়তন হ্রাস পায়

গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু শীতল করলে আয়তন হ্রাস পায়

নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে এর আয়তন বৃদ্ধি পায়। কিন্তু শীতল করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। 

কারণ, প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণার সমষ্টি। এসব ক্ষুদ্র কণাকে অনু বলে। এ কণাগুলোর একটি প্রধান বৈশিষ্ট্য হলো এদের গতিশীলতা। অর্থাৎ কণা বা অণুগুলো নিশ্চল না থেকে সর্বদা গতিশীল থাকতে চায়। পদার্থের অণুর তিন প্রকার গতি থাকতে পারে।

যথাঃ স্থানান্তর গতি, আবর্তন গতি ও কম্পন গতি। গ্যাসীয় পদার্থের এরকম গতি বিদ্যামান থাকে। কঠিন বা তরল পদার্থের থেকে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে স্থানান্তর শক্তি বেশি। 

তাপমাত্রা বৃদ্ধি পেলে অনুর এসব গতি হ্রাস-বৃদ্ধি ঘটে। তাপমাত্রা বৃদ্ধির সাথে অনুর স্থানান্তর গতি বৃদ্ধি পায়। ফলে  আন্তঃআণবিক শক্তি হ্রাস পায় এবং আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায়। 

তাই গ্যাসীয় পদার্থের আয়তন বৃদ্ধি পায়। 

অন্যদিকে, তাপমাত্রা হ্রাস পেলে অণুর স্থানান্তর গতি হ্রাস পায়। ফলে 

আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায়। অণুসমূহ পরস্পর অধিকতর নিকটবর্তী হয় এবং গ্যাসের আয়তন আনুপাতিক হারে হ্রাস পায়।

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু শীতল করলে আয়তন হ্রাস পায় বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন