ট্রাইপ্লাম্বিক টেট্রাঅক্সাইড এর ব্যবহার: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “ট্রাইপ্লাম্বিক টেট্রাঅক্সাইড এর ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
ট্রাইপ্লাম্বিক টেট্রাঅক্সাইড এর ব্যবহার
ট্রাইপ্লাম্বিক টেট্রাঅক্সাইড (Pb₃O₄) রেড লেড বা মিনিয়াম হিসেবে পরিচিত।
ট্রাইপ্লাম্বিক টেট্রাঅক্সাইডের ব্যবহার নিম্নরূপঃ
ফ্লিন্ট কাঁচ বা দিয়াশলই প্রস্তুতিতে রেড লেড ব্যবহার করা হয়। তিসির তৈল ও রেড লেডের সংমিশ্রণে প্রস্তুত সিমেন্ট গ্যাস পাইপ ও স্টিম পাইপ সংযুক্তকরণ কাজে Pb₃O₄ ব্যবহার করা হয়। সিদুর ও রঙ হিসেবে ব্যবহার করা হয়। তৈল রংয়ের শুষ্ককারক হিসেবে ব্যবহৃত হয়। পরীক্ষাগার জারক হিসেবে Pb₃O₄ ব্যবহার করা হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ট্রাইপ্লাম্বিক টেট্রাঅক্সাইড এর ব্যবহার বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। “ধন্যবাদ”