মেজারিং ফ্লাক্স বা আয়তনমিতিক ফ্লাক্স কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “মেজারিং ফ্লাক্স বা আয়তনমিতিক ফ্লাক্স কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
মেজারিং ফ্লাক্স বা আয়তনমিতিক ফ্লাক্স কি?
মেজারিং বা আয়তনমিতিক ফ্লাক্স হচ্ছে গোলাকার ও চ্যাপ্টা তলা বিশিষ্ট, লম্বা সরু গলা যুক্ত কাঁচের পাত্রকে মেজারিং ফ্লাস্ক বা আয়তনমিতিক ফ্লাক্স বলে।
মেজারিং ফ্লাক্সের নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা বোঝানোর জন্য লম্বা সরু গলাতে একটি গোলাকার দাগ থাকে।
প্রমাণ দ্রবণ তৈরি করতে বা কোন দ্রবণ সংরক্ষণের কাজে আয়তনমিতিক ফ্লাক্স ব্যবহার করা হয়।
100ml, 250ml, 500ml, 1Lবিভিন্ন আয়তনের মেজারিং ফ্লাক্স পাওয়া যায়। মেজারিং ফ্লাক্সের মুখে কর্কের পরিবর্তে গ্লাস টপার ব্যবহার করা হয়। মেজারিং ফ্লাক্সের গায়ে TC প্রতীক দ্বারা to contain বোঝায়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মেজারিং ফ্লাক্স বা আয়তনমিতিক ফ্লাক্স কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”