ভগ্নাংশ কাকে বলে? কত প্রকার ও কি কি? : আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ভগ্নাংশ কাকে বলে? কত প্রকার ও কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ভগ্নাংশ কাকে বলে?
কোন বস্তু বা পরিমাণের অংশ বা ভাগ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণি ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। একটি দাগ টেনে তার উপরে এবং নিচে সংখ্যা বসিয়ে ভগ্নাংশকে প্রকাশ করা হয়। দাগের উপরের সংখ্যাকে লব এবং নিচের সংখ্যাকে হর বলা হয়।
ভগ্নাংশ কত প্রকার ও কী কী?
ভগ্নাংশ তিন প্রকার। যথা–
১. প্রকৃত ভগ্নাংশ,
২. অপ্রকৃত ভগ্নাংশ ও
৩. মিশ্র ভগ্নাংশ।
প্রকৃত ভগ্নাংশ :
যে ভগ্নাংশের লব, হর থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন, ৩/৫ একটি প্রকৃত ভগ্নাংশ। কেননা এই ভগ্নাংশে লব ৩ ও হর ৫। এখানে লব, হর থেকে ছোট।
সুতরাং, এটি একটি প্রকৃত ভগ্নাংশ।
অপ্রকৃত ভগ্নাংশ :
ভগ্নাংশে হরের চলকের সর্বোচ্চ মাত্রার চেয়ে লবের চলকের সর্বোচ্চ মাত্রা বেশী অথবা সমান থাকে, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
মিশ্র ভগ্নাংশ :
যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ মিশ্রিত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
অনুশীলনী
১। ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
উত্তর : সমতুল ভগ্নাংশ।
২। সমতুল ভগ্নাংশ কী? (What is equivalent fraction?)
উত্তর : কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তাই সমতুল ভগ্নাংশ।
৩। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : ১ এর সমান বা ১ এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৪। যদি ভগ্নাংশ এর লবগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট, সে ভগ্নাংশটির মান কিরূপ?
উত্তর : বড়।
৫। হর অপেক্ষা লব বড় হলে ভগ্নাংশকে কী বলে?
উত্তর : অপ্রকৃত ভগ্নাংশ।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ভগ্নাংশ কাকে বলে? কত প্রকার ও কি কি? What is a Fraction? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।