পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রস্তুতি: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রস্তুতি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রস্তুতি
ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের (MnO₂) সাথে বায়ুর উপস্থিতিতে কস্টিক পটাশকে (KOH) উত্তপ্ত করলে প্রথমে পটাশিয়াম ম্যাঙ্গানেট (K₂MnO₄) প্রস্তুত হয়। এরপর দ্রবণকে সালফিউরিক এসিড দ্বারা প্রশমিত করলে পটাশিয়াম ম্যাঙ্গানেট লবণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটে (KMnO₄) পরিণত হয়।
- 2MnO₂ + 4KOH + O₂ -----> 2K₂MnO₄ + 2H₂O
- 3K₂MnO₄ + 2H₂O ------> 2KMnO₄ + MnO₂ + 4KOH
উপরোক্ত বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের অর্ধঃক্ষেপন রোধ করার জন্য পটাশিয়াম ম্যাঙ্গানেটকে ক্লোরিন দ্বারা জারিত করা হয়।
- 2K₂MnO₄ + Cl₂ -----> 2KMnO₄ + 2KCl
ধর্মঃ KMnO₄ একটি শক্তিশালী জারক। এটি অম্লীয়, ক্ষারীয় ও নিরপেক্ষ মাধ্যমে জারক হিসেবে ক্রিয়া করে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রস্তুতি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।