টেলোমিয়ার কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “টেলোমিয়ার কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
টেলোমিয়ার কাকে বলে?
ক্রোমোসোমের প্রান্তবর্তী DNA ও প্রোটিন নির্মিত অংশকে টেলোমিয়ার (Telomere) বলে।
টেলোমিয়ারে পুনরাবর্তিক ক্ষারবিন্যাস দেখা যায় এবং একসূত্রে G ও অপর সূত্রে C এর আধিক্য থাকে।
টেলোমিয়ার ক্রোমোজোমের প্রান্তে গিটের মতো থাকে এবং অন্য ক্রোমোজোমের সাথে সংযুক্তি বন্ধ রাখে। টেলোমিয়ার জীবের বয়োবৃদ্ধি অর্থাৎ, বুড়িয়ে যাওয়া নিয়ন্ত্রণ করে।
আশা করি “টেলোমিয়ার কাকে বলে?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ