ব্লক অপারেশন কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ব্লক অপারেশন কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ব্লক অপারেশন কি?
ডকুমেন্ট সম্পাদনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কাজটি করতে হয় তা হচ্ছে ব্লক অপারেশনের কাজ। ব্লক অপারেশন (Block operation) হচ্ছে ডকুমেন্টের নির্বাচিত কিছু অংশকে চিহ্নিত করে তার উপর বিভিন্ন ধরনের কাজ প্রয়োগ করা।
প্রয়োজনীয় অংশকে ব্লক করে নির্বাচন করার পর সুনির্দিষ্ট কোন কাজ প্রয়োগ করলে সেটি শুধুমাত্র ব্লককৃত লেখার উপর কার্যকরী হবে। ডকুমেন্টের অন্য কোন লেখার উপর তার কোন প্রভাব ফেলবে না।
ব্লক অপারেশন সাধারণত কাট, কপি, বানান পরীক্ষণ, ভিন্ন আঙ্গিকে সজ্জা যেমন অক্ষর, শব্দ, বাক্য, প্যারা বা যে কোন অংশের অক্ষর মোটা করা, গাঢ় করা, বাঁকানো, ফন্ট এর ধরণ ও সাইজ পরিবর্তন করা ইত্যাদি ব্যবহার করা হয়।
আশা করি “ব্লক অপারেশন কি?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ