অবস্থান্তর ধাতুসমূহের প্যারাম্যাগনেটিক ধর্ম: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “অবস্থান্তর ধাতুসমূহের প্যারাম্যাগনেটিক ধর্ম” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
অবস্থান্তর ধাতুসমূহের প্যারাম্যাগনেটিক ধর্ম
যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তাদেরকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে।
অবস্থান্তর ধাতুসমূহের সর্ববহিঃস্থ d- অরবিটালে একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে। এই অযুগ্ম ইলেকট্রনের কারণে অবস্থান্তর ধাতু সমূহ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। অর্থাৎ এরা প্যারাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক ধর্ম বিশিষ্ট হয়।
তবে অবস্থান্তর ধাতু সমূহের বিজোড় ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে।
Fe²+ ; Fe³+ ; Mn²+ ; V³+ ; Ti³+ ; Ni²+ ; Co²+ ; Cu²+ ইত্যাদি অবস্থান্তর ধাতুর আয়নগুলি প্যারাম্যাগনেটিক বা প্যারাচুম্বকীয় হয়।
ফেরোম্যাগনেটিকঃ
যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবল ভাবে আকৃষ্ট হয় তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। এসব মৌলের বহিঃস্থ d- অরবিটালে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সবথেকে বেশি থাকে। এই জন্য Fe, Co, Ni এই অবস্থান্তর মৌল গুলি চৌম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয়।
এজন্য এদের ফেরোম্যাগনেটিক পদার্থ বলে।
ডায়াম্যাগনেটিকঃ
যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না বা বিকর্ষিত হয় তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। এসব অবস্থান্তর মৌলের আয়নের বহিঃস্থ d- অরবিটালে অযুগ্ম ইলেকট্রনের পরিবর্তে যুগল বা জোড় ইলেকট্রন থাকে। যেমনঃ Sc, Zn ইত্যাদি।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে অবস্থান্তর ধাতুসমূহের প্যারাম্যাগনেটিক ধর্ম বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।