ভ্যানাডিয়ামের আকরিকের নাম ও সংকেত: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি আপনারা “ভ্যানাডিয়ামের আকরিকের নাম ও সংকেত” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
ভ্যানাডিয়ামের আকরিকের নাম ও সংকেত
ভ্যানাডিয়াম আকরিকের নাম ও সংকেত নিম্নরূপঃ
১. ভ্যানাডিনাইট 3Pb₃(VO₄)₂.PbCl₂
বা লেড ক্লোরো অর্থো ভ্যানাডেট Pb₅(VO₄)₃Cl
২. কারনোটাইট (K₂O.2UO₃.V₂O₅.3H₂O)
বা পটাশিয়াম ইউরেনিল অর্থো ভ্যানাডেট [K₂(UO₂)₂(VO₄)₂.3H₂O]
৩. পেট্রোনাইট (V₂S₅. 3CuS₂)।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ভ্যানাডিয়ামের আকরিকের নাম ও সংকেত বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। “ধন্যবাদ”