মেজারিং সিলিন্ডারে তরল পদার্থ পরিমাপ- রসায়ন [২০২৩]

মেজারিং সিলিন্ডারে তরল পদার্থ পরিমাপ: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “মেজারিং সিলিন্ডারে তরল পদার্থ পরিমাপ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

মেজারিং সিলিন্ডারে তরল পদার্থ পরিমাপ

মেজারিং সিলিন্ডারে তরল পদার্থ পরিমাপ

সাধারণত বিভিন্ন আয়তনের এসিড, ক্ষার বা পানি পরিমাপ বা স্থানান্তরের জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। 

মেজারিং সিলিন্ডার গুলি বোরো সিলিকেট কাঁচের তৈরি হয়। 


5ml, 10ml, 25ml, 50ml, 100ml ইত্যাদি আয়তনের দাগ কাটা একমুখ খোলা ও এক মুখ বন্ধ সরুকাঁচের নল। 

সিলিন্ডারকে সমতল কোন স্থানের উপর বসানোর জন্য এর নিচের দিকটা চ্যাপ্টা হয়ে থাকে। 

মেজারিং সিলিন্ডার দ্বারা তরল পরিমাপের পূর্বে এটিকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ট্যাপ পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রয়োজনে ক্রোমিক এসিড দ্বারা পরিষ্কার করে নেওয়া হয়। যে তরল উপাদানটিকে পরিমাপ করা হবে সেই তরল উপাদান দ্বারা মেজারিং সিলিন্ডার প্রথমে রিংন্স করে নিতে হবে। এরপরে মেজারিং সিলিন্ডারের মুখে একটি ফানেল বসিয়ে, এর সাহায্যে মেজারিং সিলিন্ডারের মধ্যে তরল নেওয়া হয়। নির্দিষ্ট আয়তনের তরল পরিমাপের জন্য মেজারিং সিলিন্ডারের নির্দিষ্ট দাগ যেন তরলের Lower meniscus স্পর্শ করে। তরল অপসারণ করার ক্ষেত্রে মেজারিং সিলিন্ডারের শেষ বিন্দু পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

মেজারিং সিলিন্ডারের দ্বারা সর্বনিম্ন 1ml তরল পরিমাপ করা যায়।


আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মেজারিং সিলিন্ডারে তরল পদার্থ পরিমাপ বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন