সমানুকরণ বিক্রিয়া কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “ সমানুকরণ বিক্রিয়া কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
সমানুকরণ বিক্রিয়া কি?
সমানুকরণ বিক্রিয়াঃ যে বিক্রিয়ায় কোন যৌগের অণুতে পরমাণুসমূহ পূর্ণবিন্যস্ত হয়ে অন্য সমানু উৎপন্ন করে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে।
যেমনঃ অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে ইউরিয়া উৎপন্ন হয়। এটি একটি সমানুকরণ বিক্রিয়া।
NH₄CNO -----> NH₂-CO-NH₂
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সমানুকরণ বিক্রিয়া কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”