বিয়োজন মাত্রা কাকে বলে? | - বিস্তারিত

বিয়োজন মাত্রা কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বিয়োজন মাত্রা কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বিয়োজন মাত্রা কাকে বলে?

বিয়োজন মাত্রা কাকে বলে?

একটি দ্রবণে উপস্থিত কোনো উপাদানের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ঐ উপাদানের বিয়োজন মাত্রা বলে।

রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। কীভাবে ধাতুর ক্ষয় নিবারণ করা যায়?
উত্তরঃ বিভিন্ন প্রক্রিয়ায় ধাতুর ক্ষয় নিবারণ করা যায়। যেমন-

১। কোনো ধাতুকে ক্ষয় থেকে রক্ষা করতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে, ধাতুটি কোনোভাবেই যেন অ্যানোড হিসেবে কাজ করতে না পারে।

২। বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে উভয় তড়িদদ্বারের বিভবের মান সমান অথবা অ্যানোডের জারণ বিভবের মান কমিয়ে ধাতুকে ক্ষয়মুক্ত রাখা যায়।

৩। ধাতুর পরিবর্তে ধাতু সংকর ব্যবহার করে অ্যানোডের জারণ হ্রাস করা যায়।

প্রশ্ন-২। রাসায়নিক সাম্যাবস্থা কি?
উত্তরঃ রাসায়নিক সাম্যাবস্থা হলো এমন একটি অবস্থা যখন কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়া বা অগ্রবর্তী বিক্রিয়ার গতিবেগ পশ্চাৎবর্তী বা বিপরীত বিক্রিয়ার গতিবেগের সমান হয়।

প্রশ্ন-৩। অ্যামাইড মূলক শনাক্ত করা যায় কিভাবে?
উত্তরঃ একটি পরীক্ষানলে জৈব নমুনা নিয়ে তাতে সমপরিমাণ 10% NaOH দ্রবণ নিয়ে উত্তপ্ত করা হলে ঝাঁঝালো গন্ধযুক্ত NH3 গ্যাস নির্গত হয় যা HCl 

প্রশ্ন-৪। আয়োডিমিতি কাকে বলে?
উত্তরঃ যে জারণ-বিজারণ ট্রাইট্রেশনে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে 

প্রশ্ন-৫। হেসের সূত্রটি লিখ।
উত্তরঃ হেসের সূত্রটি হলো- যদি প্রারম্ভিক ও শেষ অবস্থা স্থির থাকে তবে কোনো রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন প্রতিক্ষেত্রেই বিক্রিয়া এনথালপি সমান থাকবে।

প্রশ্ন-৬। ইলেকট্রন বিন্যাস কাকে বলে?
উত্তরঃ কোন পরমাণুর ইলেকট্রন তার বিভিন্ন শক্তিস্তরে কিভাবে বিন্যস্ত থাকে তার প্রকাশকেই ইলেকট্রন বিন্যাস বলে।

প্রশ্ন-৭। পলির বর্জন নীতিটি লিখ।
উত্তরঃ পলির বর্জন নীতিটি হলো- একই পরমাণুতে যেকোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না।

প্রশ্ন-৮। পরিষ্কারক মিশ্রণ কাকে বলে?
উত্তরঃ ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন কাচসামগ্রি তৈলাক্ত পদার্থ ও অন্যান্য ময়লাযুক্ত হলে তা উত্তমরূপে পরিষ্কার করার জন্য যেসব পদার্থ (যেমন, ডেকন 90, ক্রোমিক এসিড মিশ্রণ) ব্যবহার করা হয় তাদেরকে পরিষ্কারক মিশ্রণ বলে।

প্রশ্ন-৯। প্যারা হাইড্রোজেন কাকে বলে?
উত্তরঃ কোনো হাইড্রোজেনের অণুতে অবস্থিত প্রোটনদ্বয়ের ঘূর্ণন যদি পরস্পরের বিপরীত দিকে হয়, তখন তাকে প্যারা-হাইড্রোজেন বলে।

আশা করি বিয়োজন মাত্রা কাকে বলে?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন