তড়িৎ বিশ্লেষ্য আয়নসমূহের সক্রিয়তা সিরিজে অবস্থান: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “তড়িৎ বিশ্লেষ্য আয়নসমূহের সক্রিয়তা সিরিজে অবস্থান” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
তড়িৎ বিশ্লেষ্য আয়নসমূহের সক্রিয়তা সিরিজে অবস্থান
তড়িৎ বিশ্লেষণ কালে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে একাধিক আয়ন উপস্থিত থাকলে কোন আয়নটি আগে তড়িৎদ্বারে জারিত বা বিজারিত হবে তা নির্ভর করে আয়নটির সক্রিয়তা সিরিজে অবস্থান।
সক্রিয়তা সিরিজে যে আয়নটি যত নিচে অবস্থান করে সে আয়নটি তত আগে জারিত বা বিজারিত হবে।
নিচে ক্যাটায়ন ও অ্যানায়নের সক্রিয়তা সিরিজ উল্লেখ করা হলো।
ক্যাটায়নের ক্ষেত্রেঃ
K+
Na+
Ca²+
Mg²+
Al³+
Zn²+
Fe²+
Pb²+
Sn²+
H+
Cu²+
Ag+
অ্যানায়নের ক্ষেত্রেঃ
SO₄²-
SO₃²-
Cl-
Br-
I-
OH-
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে তড়িৎ বিশ্লেষ্য আয়নসমূহের সক্রিয়তা সিরিজে অবস্থান বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”