পটাশিয়াম ক্রোমেট প্রস্তুতি: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “পটাশিয়াম ক্রোমেট প্রস্তুতি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
পটাশিয়াম ক্রোমেট প্রস্তুতি
প্রস্তুতি:
গাঢ় ক্রোমাইট খনিজকে (FeO.Cr₂O₃) অধিক পরিমান পটাশিয়াম কার্বনেট (K₂CO₃) ও অল্প চুনসহ অতিরিক্ত অক্সিজেন প্রবাহে ঘূর্ণায়মান চুল্লিতে তাপজারিত করলে পটাশিয়াম ক্রোমেট (K₂CrO₄) উৎপন্ন হয়।
- 4(FeO.Cr₂O₃)+8K₂CO₃+7O₂ ---> 8K₂CrO₄ + 2Fe₂O₃ +8CO₂
আবার, পটাশিয়াম ডাইক্রোমেটের (K₂Cr₂O₇) গাঢ় দ্রবণে কস্টিক পটাশ (KOH) এর দ্রবণ যোগ করে শীতল করলে হলুদ বর্ণের পটাশিয়াম ক্রোমেট এর কেলাস তৈরি হয়।
- K₂Cr₂O₇ +2KOH ------> 2K₂CrO₄ + H₂O
ধর্মঃ
১. বেরিয়াম ক্লোরাইড (BaCl₂) দ্রবণের মধ্যে পটাশিয়াম ক্রোমেট যোগ করলে কমলা হলুদ বর্ণের BaCrO₄ অধঃক্ষিপ্ত হয়।
- Ba²+(aq) + CrO₄²-(aq) ------> BaCrO₄(s)
২. ক্রোমেটের দ্রবণে লেড অ্যাসিটেট দ্রবণ যোগ করলে লেড ক্রোমেটের গাঢ় হলুদ অধঃক্ষেপ উৎপন্ন হয়।
- Pb²+(aq) + CrO₄²-(aq) -----> PbCrO₄
ব্যবহারঃ Ba²+ ; Ag+ ; Pb²+ শনাক্তকরণে বিকারক হিসাবে পটাশিয়াম ক্রোমেটের দ্রবণ ব্যবহার করা হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে পটাশিয়াম ক্রোমেট প্রস্তুতি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।