পলিথিন কি? পলিথিনের বৈশিষ্ট্য: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “পলিথিন কি? পলিথিনের বৈশিষ্ট্য” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
পলিথিন কি?
পলিথিন এক প্রকার জৈব রাসায়নিক বস্তু। বহুসংখ্যক ইথিন অণুর রাসায়নিক প্রক্রিয়ায় এটি উৎপন্ন হয় বলে একে পলিথিন (Poly = many) বলা হয়।
তবে একে পলিইথিলিনও বলা হয়, কারণ ইথিনের আর এক নাম ইথিলিন। সাধারণত উচ্চ চাপে ও উচ্চ তাপমাত্রায় পলিথিন তৈরি করা হয়। যার রাসায়নিক সংকেত হচ্ছে- (C2H4)n।
পলিথিনের বৈশিষ্ট্য
- পলিথিন সাদা, অস্বচ্ছ ও নমনীয়।
- এসিড, ক্ষার ও অন্যান্য দ্রাবক দ্বারা আক্রান্ত হয় না।
- খুব ভালো তড়িৎ অপরিবাহী।
- বোতল, পানির ট্যাংক তৈরিতেও ব্যবহার হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে পলিথিন কি? পলিথিনের বৈশিষ্ট্য বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।