অ্যাসিড অ্যানহাইড্রাইড কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “অ্যাসিড অ্যানহাইড্রাইড কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
অ্যাসিড অ্যানহাইড্রাইড কি?
কোন কোন অম্লীয় অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে একটি মাত্র এসিড গঠন করে। সেই অম্লীয় অক্সাইড গুলিকে অ্যাসিড অ্যানহাইড্রাইড বলে।
যেমনঃ N₂O₅ পানির সাথে বিক্রিয়া করে HNO₃ এসিড উৎপন্ন করে।
- N₂O₅ + H₂O -----> 2HNO₃
এজন্য বলা যায় N₂O₅ একটি অ্যাসিড অ্যানহাইড্রাইড।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে অ্যাসিড অ্যানহাইড্রাইড কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। “ধন্যবাদ”