ফেরোম্যাগনেটিক কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “ফেরোম্যাগনেটিক কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
ফেরোম্যাগনেটিক কি?
যেসব যৌগ চৌম্বকক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, তাদেরকে ফেরোম্যাগনেটিক যৌগ বলে এবং এসব যৌগের এই ধর্মকে ফেরোম্যাগনেটিজম বলে।
যেকোনো ধরনের বিদ্যুৎ প্রবাহের ফলে ফেরোম্যাগনেটিক যৌগের চারিদিকে একটি চুম্বকক্ষেত্র সৃষ্টি হয়। আমরা জানি, ইলেকট্রন চার্জযুক্ত কণিকা। তাই অরবিটাল ঘূর্ণনের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এভাবে কোন অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকলে তা একটি চুম্বকক্ষেত্র গঠন করে। অবস্থান্তর মৌল সমূহের প্রায় সব যৌগ বিজোড় ইলেকট্রন থাকায় এরা প্যারাচুম্বকীয়। আবার অধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকায় এরা ফেরোচুম্বকীয়।
যেমন Fe²+ ; Fe³+ ; Co³+ ; Mn²+ ইত্যাদি।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ফেরোম্যাগনেটিক কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।