ক্যামেরা বা দূরবীনের ভেতরের অংশ কালো হয় কেন? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি আপনারা “ক্যামেরা বা দূরবীনের ভেতরের অংশ কালো হয় কেন? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
ক্যামেরা বা দূরবীনের ভেতরের অংশ কালো হয় কেন?
ক্যামেরা কোন কাল বস্তুর উপর আলো পড়লে কাল বস্তুটি সমস্ত আলো শোষণ করে এবং কোন আলো প্রতিফলিত করে না। ফলে কোন বস্তুর চিত্র পরিষ্কার দেখা যায়। এজন্য ক্যামেরা বা দূরবীনে ভেতরের অংশ কাল করা হয়ে থাকে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ক্যামেরা বা দূরবীনের ভেতরের অংশ কালো হয় কেন? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।