পঞ্চম প্রজন্মের কম্পিউটার বলতে কী বুঝায়? পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “পঞ্চম প্রজন্মের কম্পিউটার বলতে কী বুঝায়? পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
পঞ্চম প্রজন্মের কম্পিউটার বলতে কী বুঝায়?
কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের উৎকর্ষের ইতিহাসকে কয়েকটি প্রজন্মে বিভক্ত করা হয়ে থাকে। এর মধ্যে পঞ্চম স্তরের প্রজন্ম হলো ৫ম প্রজন্মের কম্পিউটার।
১৯৯০-১৯৯৮ পর্যন্ত সময়কে পঞ্চম স্তরের কম্পিউটার প্রজন্মের যাত্রা হিসেবে গণ্য করা হয়। পঞ্চম প্রজন্মের কম্পিউটার প্রযুক্তিতে চিপ, প্রসেসর, মেমোরি, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং সমস্ত ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি দেখা যায়। এ কম্পিউটারের উন্নয়ন এখনো চলছে। পঞ্চম প্রজন্মের কম্পিউটার কৃত্রিম বুদ্ধি খাটিয়ে কাজ করার ক্ষমতা সম্পন্ন।
পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি কি?
১. WAN = Wide Area Network এবং LAN = Local Area Network এর প্রচলন রয়েছে;
২. সমান্তরালভাবে ক্রিয়া করে;
৩. একই সময়ে বহু উদ্দেশ্য সাধন করে;
৪. প্রক্রিয়াকরণের জ্ঞান সম্পন্ন;
৫. একই সাথে একাধিক প্রোগ্রাম বাধাহীনভাবে চলতে পারে;
৬. কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক প্রযুক্তির চরম বিকাশ;
৭. কণ্ঠস্বর সনাক্তকরণ ও বিশ্বের সকল ভাষার কম্পিউটার।
আশা করি “পঞ্চম প্রজন্মের কম্পিউটার বলতে কী বুঝায়? পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি কি?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ