তৃতীয় বা টারসিয়ারী খাদক কাকে বলে? তৃতীয় বা টারসিয়ারী খাদকের উদাহরণ: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “তৃতীয় বা টারসিয়ারী খাদক কাকে বলে? তৃতীয় বা টারসিয়ারী খাদকের উদাহরণ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
তৃতীয় বা টারসিয়ারী খাদক কাকে বলে? তৃতীয় বা টারসিয়ারী খাদকের উদাহরণ
যে সব খাদক প্রধানত সেকেন্ডারী খাদকদের খেয়ে জীবনধারণ করে, সে সব খাদককে তৃতীয় বা টারসিয়ারী খাদক বলে। যেমন- সাপ। সাপ সেকেন্ডারী খাদকরূপী ব্যাঙকে ধরে খায়। কিন্তু সাপকে যখন বাজপাখি ধরে খায়, তখন আরেক খাদক আবির্ভূত হয়।
বাজপাখিকে তখন সর্বোচ্চ খাদক বলে। তবে সাপ অঞ্চলভেদে সর্বোচ্চ খাদক। যেখানে বাজপাখি নেই সেখানে সাপ সর্বোচ্চ খাদক, কিন্তু যেখানে বাজপাখি আছে সেখানে সাপ তৃতীয় বা টারসিয়ারী খাদক।
আশা করি “তৃতীয় বা টারসিয়ারী খাদক কাকে বলে? তৃতীয় বা টারসিয়ারী খাদকের উদাহরণ”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ