ডিজিটাল ব্যালেন্সে নমুনা পরিমাপ পদ্ধতি: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “ডিজিটাল ব্যালেন্সে নমুনা পরিমাপ পদ্ধতি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
ডিজিটাল ব্যালেন্সে নমুনা পরিমাপ পদ্ধতি
রাসায়নিক বিশ্লেষণী পদ্ধতিতে কোন নমুনার ওজন পরিমাপ করার জন্য ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়।
ডিজিটাল ব্যালেন্সে কোন নমুনার ওজন পরিমাপ করার জন্য প্রথমে ব্যালেন্সটিকে একটি সমতল জায়গায় স্থাপন করতে হবে। এরপর ব্যালেন্সের টপ লোডিং প্যান ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ডিজিটাল ব্যালেন্সের টপ লোডিং প্যান একটি কাঁচের বাক্স দিয়ে ঘেরা থাকে।
এই কাঁচের বাক্সের ডান-বাম, সামনে এবং ওপরের কাঁচের দেয়াল চলমান থাকে। কাঁচের দেয়াল গুলি সঠিকভাবে চলমান আছে কিনা তা দেখে নিতে হবে। ব্যালেন্সে বিকার, ওয়াচ গ্লাস বা কাগজের টুকরো ব্যবহার করে নমুনার ওজন পরিমাপ করা হয়।
নমুনা পরিমাপের পূর্বে ডিজিটাল ব্যালেন্সকে বিদ্যুৎ সংযোগ বা ব্যাটারির সাহায্যে চালু করে নিতে হবে। ডিজিটাল ব্যালেন্স চালু করার জন্য ব্যালেন্সের সামনে ডিসপ্লের ডান পার্শ্বে অন বাটনে চাপ দিতে হবে। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখা যায় ব্যালেন্স এর ডিসপ্লেতে 0.00 বা 0.0000 রিডিং প্রদর্শন করে।
এরপর ব্যালেন্সের প্যানের উপর খালি পাত্র যেমনঃ বিকার, ওয়াচ গ্লাস বা কাগজের টুকরো রেখে tare বাটনে চাপ দিলে ডিজিটাল ব্যালেন্সের খালি পাত্রের ওজন ব্যালেন্সের মেমোরিতে সংরক্ষিত থাকে এবং ডিসপ্লে পর্দায় 0.00 বা 0.0000 রিডিং প্রদর্শিত হয়।
এরপর খালি পাত্রে স্প্যাচুলার দ্বারা নমুনা ধীরে ধীরে যোগ করা হয়। নির্দিষ্ট পরিমাণ নমুনা যোগ করার পর কাঁচের বাক্সের দেয়াল গুলি বন্ধ করে দেওয়া হয়। যেন বাতাস নমুনার ওজনের কোন তারতম্য ঘটাতে না পারে।
এরপর ওজনের কোনো পরিবর্তন না হলে নমুনার ভর খাতায় লিপিবদ্ধ করতে হবে।
এরপর ক্ল্যাম্প বা টিসু পেপার দিয়ে পাত্রটিকে ব্যালেন্সের প্যান থেকে স্থানান্তর করতে হবে।
এই পদ্ধতিতে ডিজিটাল ব্যালেন্সে কোন নমুনার ওজন পরিমাপ করা যায়।