ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড উভধর্মী কেন? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি আপনারা “ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড উভধর্মী কেন? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড উভধর্মী কেন?
ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড উভয়ধর্মী অক্সাইড। কারণ এটি গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের (HCl) সাথে বিক্রিয়া করে ভ্যানাডিল ক্লোরাইড (VOCl₂) লবণ ও পানি উৎপন্ন করে।
- V₂O₅ +6HCl ----->2VOCl₂+3H₂O +Cl₂
আবার, ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড NaOH ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ভ্যানাডেট লবণ ও পানি উৎপন্ন করে।
- V₂O₅+ 6NaOH ----->2Na₃VO₄ + 3H₂O
এইজন্য ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড একটি উভধর্মী অক্সাইড।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড উভধর্মী কেন? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। “ধন্যবাদ”