তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১৪)- বিস্তারিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১৪):  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১৪)” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১৪)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১৪)

প্রশ্ন-১। প্রযুক্তি কি?
উত্তরঃ প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক।

প্রশ্ন-২। কোন লজিক গেইটের ইনপুট ও আইটপুট লাইন সমান থাকে?
উত্তরঃ NOT লজিক গেইটের ইনপুট ও আইটপুট লাইন সমান থাকে।

প্রশ্ন-৩। টেলিযোগাযোগ ব্যবস্থা কি?
উত্তরঃ টেলিযোগাযোগ ব্যবস্থা হলো সাধারণভাবে যেকোনো দূরত্বের যন্ত্র বা ডিভাইস নির্ভর পরস্পর যোগাযোগ পদ্ধতি।

প্রশ্ন-৪। মডুলেশন কাকে বলে?
উত্তরঃ ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে।

প্রশ্ন-৫। কমিউনিকেশন কাকে বলে?
উত্তরঃ এক পক্ষ হতে অন্য পক্ষের কোনো মাধ্যম দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলে।

প্রশ্ন-৬। কমিউনিকেশন চ্যানেল কাকে বলে?
উত্তরঃ যার মধ্য দিয়ে ডাটা উৎস হতে গন্তব্যে স্থানান্তরিত হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে।

প্রশ্ন-৭। অপটিক ফাইবার ক্যাবল কি?
উত্তরঃ ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার হল অত্যন্ত সরু এধরনের কাছের তন্ত্র ডাই ইলেকট্রনিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি এই কাচের তন্ত্রর মধ্য দিয়ে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা যায়।

প্রশ্ন-৮। ই-পর্চা বলতে কি বুঝায়?
উত্তরঃ ই-পর্চা হলো ইলেকট্রনিক পর্চার সংক্ষিপ্ত রূপ, যেখানে জমিজমার দলিল, পর্চা ইত্যাদি জিনিস পাওয়া যায়।

প্রশ্ন-৯। ইলেকট্রিক বুলেটিন বোর্ড কি?
উত্তরঃ ইলেকট্রিক বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড যেখানে কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতা সম্পূর্ণ কম্পিউটার ও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে।

প্রশ্ন-১০। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কী?
উত্তরঃ মানুষের চিন্তাভাবনাকে কৃত্তিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেয়ার ব্যবস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Al বা artificial intelligence)বলে।

প্রশ্ন-১১। ফিঙ্গারপ্রিন্ট রিডার কাকে বলে?
উত্তরঃ যে বায়োমেট্রিক ডিভাইসে মানুষের আঙুলের ছাপ ইনপুট গ্রহণ করার পর তা পূর্বে সংরক্ষিত টেমপ্লেটের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করা হয় তাকে ফিঙ্গারপ্রিন্ট রিডার বলে।

প্রশ্ন-১২। ফেস রিকগনিশন কী?
উত্তরঃ যে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের মুখের জ্যামিতিক আকারও গঠনকে পরীক্ষা করে উক্ত ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয় তাকে ফেইস রিকগনিশন সিস্টেম বলে।

প্রশ্ন-১৩। ট্রান্সজেনিক উদ্ভিদ কি?
উত্তরঃ রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে কাজে লাগে যে উন্নত জাতের কৃষিজাত ফসল বা উদ্ভিদ উদ্বোবন করা হয় তাকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে।

প্রশ্ন-১৪। GIS কি?
উত্তরঃ GIS হলো এমন একটি স্বয়ংক্রিয় কম্পিউটার সিস্টেম যা ভৌগোলিক যেকোন স্থানপনার পরিবর্তন ও অন্যান্য সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঐ স্থানের ভারসাম্য নিয়ন্ত্রণ পরিচালনা করে।

প্রশ্ন-১৫। ওডেক্স কি?
উত্তরঃ ওডেক্স আউটসোর্সিংয়ের মার্কেটপ্লেস।

প্রশ্ন-১৬। চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে?
উত্তরঃ সাধারণ গাণিতিক হিসাব-নিকাশের জন্য ধনাত্মক (positive) ও ঋণাত্মক (negative) সংখ্যার প্রয়োজন হয়।
ধনাত্মক সংখ্যার জন্য (+) চিহ্ন এবং ঋণাত্মক সংখ্যার জন্য (-) চিহ্ন ব্যবহৃত হয়।
অর্থাৎ কোনো সংখ্যাকে ধনাত্মক ও ঋণাত্মক বোঝানোর জন্য যে চিহ্ন বা Sign ব্যবহৃত হয় তাকে চিহ্নযুক্ত সংখ্যা (Signed number) বলে।

প্রশ্ন-১৭। হাব কী?
উত্তরঃ হাব হলো নেটওয়ার্কে ডিভাইসসমূহের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট। সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণভাবে হাব ব্যবহৃত হয়।

প্রশ্ন-১৮। UTP কী?
উত্তরঃ ইউটিপি কেবল মূলত একাধিক জোড়া twisted-pair এর সমষ্টি যা আবার প্লাস্টিক আবরণে মোড়ানো থাকে।

প্রশ্ন-১৯। বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটের নাম কি এবং এটি কবে উৎক্ষেপন করা হয়?
উত্তরঃ বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটের নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট -১(BD-1)। ২০১৮ সালের ১২ই মে এটি উৎক্ষেপণ করা হয়।

প্রশ্ন-২০। কোর কি?
উত্তরঃ কোর হলো অপটিক ফাইবারের সবচেয়ে ভেতরের স্তর, যার মধ্য দিয়ে আলোক সিগন্যাল সঞ্চালিত হয়।

আশা করি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১৪)এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন