তারজালিতে পোর্সেলিন ব্যবহার করা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “তারজালিতে পোর্সেলিন ব্যবহার করা হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
তারজালিতে পোর্সেলিন ব্যবহার করা হয় কেন?
পরীক্ষাগারে বিভিন্ন বিক্রিয়ায় তাপ দিতে হয়। তাপ প্রদান করার জন্য গ্লাস সামগ্রীকে ত্রিপদী স্ট্যান্ডের উপর একটি পোর্সেলিন যুক্ত তারজালি নেওয়া হয়। তারজালির উপর যে সাদা রংয়ের প্রলেপ দেওয়া থাকে সেটিই পোর্সেলিন।
তারজালির পোর্সেলিনের ওপর গ্লাসসামগ্রী রেখে বার্নার এর সাহায্যে গ্লাসসামগ্রীকে তাপ দেওয়া হয়।
তারজালিতে পোর্সেলিন ব্যবহারের কারণ তাপ প্রদানের সময় পোর্সেলিন গ্লাস সামগ্রীকে চারিদিক থেকে সুষম ভাবে উত্তপ্ত করে।
যার কারণে গ্লাস সামগ্রীকে তাপ প্রদান করার জন্য পোর্সেলিন যুক্ত তারজালি ব্যবহার করা হয়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে তারজালিতে পোর্সেলিন ব্যবহার করা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”