মেটামেরিজম কী? সকল কর্ডেট মেরুদন্ডী নয় কেন?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “মেটামেরিজম কী? সকল কর্ডেট মেরুদন্ডী নয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
মেটামেরিজম কী?
কোনো প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয় তখন এ অবস্থাই খণ্ডকায়ন বা মেটামেরিজম নামে পরিচিত।
সকল কর্ডেট মেরুদন্ডী নয় কেন?
যেসব প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দন্ডাকার ও স্থিতিস্থাপক নটোকর্ড থাকে তাদের কর্ডাটা বলে। কর্ডাটা তিনটি উপপর্বে বিভক্ত। যথা : Urochordata, Cephalochordata ও Vertebrata। Vertebrata উপপর্বে নটোকর্ডটি অস্থিময় বা তরুণাস্থিময় কশেরুকাবিশিষ্ট মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তাই Vertebrata উপপর্বের প্রাণীদের মেরুদন্ডী প্রাণী বলে। কিন্তু Urochordata ও Cephalochordata কর্ডাটা পর্বের মধ্যে হলেও এদের পরিণত প্রাণীতে মেরুদন্ড নেই। তাই সকল কর্ডেট মেরুদন্ডী প্রাণী নয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে মেটামেরিজম কী? সকল কর্ডেট মেরুদন্ডী নয় কেন? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।