লোহার নিষ্ক্রিয়তা এবং কিভাবে দূর করা যায়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি আপনারা “লোহার নিষ্ক্রিয়তা এবং কিভাবে দূর করা যায়” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
লোহার নিষ্ক্রিয়তা এবং কিভাবে দূর করা যায়
লোহার নিষ্ক্রিয়তাঃ গাঢ় নাইট্রিক এসিডে বা ধূমায়িত নাইট্রিক এসিডে লোহাকে নিমজ্জিত করলে লোহার উপর ফেরিক অক্সাইডের(Fe₂O₃) পাতলা প্রলেপ পড়ে। এতে লোহা বিক্রিয়া করার ক্ষমতা হারিয়ে ফেলে। এরূপ লোহাকে নিষ্ক্রিয় লোহা এবং এই ধর্মকে লোহার নিষ্ক্রিয়তা বলে।
নিষ্ক্রিয় লোহার বৈশিষ্ট্য
- নিষ্ক্রিয় লোহা লঘু এসিডের সাথে বিক্রিয়া করে না।
- নিষ্ক্রিয় লোহা কপার সালফেট হতে কপারকে মুক্ত করে না।
লোহার নিষ্ক্রিয়তার কারণ
লোহাকে অতি গাঢ় নাইট্রিক এসিডে ডোবানো হলে লোহার উপর ফেরিক অক্সাইড(Fe₂O₃) এর পাতলা প্রলেপ তৈরি করে। যার কারণে লোহা নিষ্ক্রিয় হয়।
লোহার নিষ্ক্রিয়তা দূর করার উপায়ঃ
১. লোহার উপরিভাগ ভালো করে ঘষে নিলে।
২. লোহাকে হাইড্রোজেন প্রবাহে উত্তপ্ত করলে নিষ্ক্রিয়তা দূর হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে লোহার নিষ্ক্রিয়তা এবং কিভাবে দূর করা যায় বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। “ধন্যবাদ”