ভূমিক্ষয় কত প্রকার ও কি কি: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ভূমিক্ষয় কত প্রকার ও কি কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ভূমিক্ষয় কত প্রকার ও কি কি?
ভূমিক্ষয় দুই প্রকার। যথা :
- প্রাকৃতিক ভূমিক্ষয় ও
- কৃত্রিম বা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়।
প্রাকৃতিক ভূমিক্ষয় :
বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তুষারপাত, হিমবাহ, নদী ও সমুদ্রের ঢেউ, মাধ্যাকর্ষণ শক্তির কারণে প্রতিনিয়ত যে ভূমিক্ষয় হয়, তাকে প্রাকৃতিক ভূমিক্ষয় বলে।
কৃত্রিম বা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় :
মানুষের দৈনন্দিন কার্যকলাপ যেমন– ভূমিকর্ষণ, পানিসেচ, পানি নিকাশ, বন ধ্বংস, পশুচারণ, জুম চাষ, জমি কেটে রাস্তা তৈরি, পাহাড় কাটা ইত্যাদি কারণে ভূমির উপরিভাগ থেকে মাটি আলগা হয়ে স্থানচ্যুত হয়ে যে ভূমিক্ষয় হয়, তাকে কৃত্রিম বা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় বলে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ভূমিক্ষয় কত প্রকার ও কি কি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।