সমন্বিত বর্তনী বা আইসি চিপ কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি আপনারা “সমন্বিত বর্তনী বা আইসি চিপ কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
সমন্বিত বর্তনী বা আইসি চিপ কি?
সমন্বিত বর্তনী বা আইসি হল সিলিকনের মত অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙ্গুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎবর্তনী সংযুক্ত বা অঙ্গীভূত থাকে।
1960 সালে এর আবিষ্কারের পর থেকে আইসি চিপসের ডিজাইনে বিপ্লব ঘটতে থাকে।
বর্তমানে একটি একক আইসি চিপ লক্ষ লক্ষ উপাংশ ধারণ করতে পারে যা বহু জটিল ডিভাইস বা যন্ত্র চালাতে ব্যবহৃত হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে সমন্বিত বর্তনী বা আইসি চিপ কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। “ধন্যবাদ”