সাব অক্সাইড কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “সাব অক্সাইড কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
সাব অক্সাইড কি?
যেসব অক্সাইডে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক অক্সাইডের চেয়ে কম থাকে তাদের সাব অক্সাইড বলে।
যেমনঃ লেড সাব অক্সাইড (Pb₂O) ;
টিন সাব অক্সাইড (Sn₂O) ;
জিংক সাব অক্সাইড (Zn₂O) ইত্যাদি।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে সাব অক্সাইড কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।