মরিচা কিভাবে রোধ করা যায়? - রসায়ন [২০২৩]

মরিচা কিভাবে রোধ করা যায়? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “মরিচা কিভাবে রোধ করা যায়? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

মরিচা কিভাবে রোধ করা যায়?

মরিচা কিভাবে রোধ করা যায়?

সাধারণত লোহার তৈরি জিনিস বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে বাদামী বর্ণের পানিযুক্ত ফেরিক অক্সাইড (Fe₂O₃ .3H₂O) উৎপন্ন করে। যা মরিচা নামে পরিচিত। মরিচা ভঙ্গুর হওয়ায় এটি লোহার অপচয় ঘটায়। 

এজন্য লোহার তৈরি জিনিস মরিচার হাত থেকে রক্ষা করা প্রয়োজন। 

নিম্মোক্ত উপায় লোহার তৈরি জিনিসকে মরিচা থেকে রক্ষা করা যায়।

১. লোহার তৈরি জিনিসের উপর রং বা বার্নিশের প্রলেপ দেওয়া।

২. লোহার উপরে গলিত জিংকের প্রলেপ দেওয়া অর্থাৎ গ্যালভানাইজিং করা।

৩. ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে লোহার উপর কপার, নিকেল, ক্রোমিয়াম ধাতুর প্রলেপ দেওয়া।

৪. লোহার তৈরি জিনিসের উপর টিনের প্রলেপ দেওয়া অর্থাৎ টিন প্লেটিং করা।

৫. লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করে এর উপর মরিচারোধী ফেরোসোফেরিক অক্সাইড (Fe₃O₄) এর আবরণ সৃষ্টি করা।

উপরোক্ত পদ্ধতি অবলম্বন করে লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করা যায়।

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মরিচা কিভাবে রোধ করা যায়?  বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন