স্থূল সংকেত এক হলেও আণবিক সংকেত ভিন্ন কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “স্থূল সংকেত এক হলেও আণবিক সংকেত ভিন্ন কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
স্থূল সংকেত এক হলেও আণবিক সংকেত ভিন্ন কেন?
স্থূল সংকেত হচ্ছে যৌগের অণুতে উপস্থিত বিভিন্ন মৌলের পরমাণুর ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে, কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ করে না।
অপরদিকে, আণবিক সংকেত যৌগ বা মৌলের অণুতে উপস্থিত মৌলসমূহের সঠিক সংখ্যা প্রকাশ করে।
একই ধরনের মৌল দ্বারা গঠিত দুটি যৌগের উপাদান মৌলগুলোর পরমাণু সংখ্যার অনুপাত একই হতে পারে।
যেমনঃ বেনজিন ও অ্যাসিটিলিন একই মৌল কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত এবং এদের পরমাণু সংখ্যার অনুপাত 1:1
সুতরাং এদের উভয়ের স্থূল সংকেত CH.
কিন্তু আণবিক সংকেত যথাক্রমে C₆H₆ ও C₂H₂.
কিন্তু যেসব যৌগের সমানু বিদ্যামান তাদের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হয়।
যেমনঃ ডাইমিথাইল ইথার ও ইথানল দুটি ভিন্ন পদার্থ হলেও এদের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই। এদের আণবিক সংকেত C₂H₆O.
এজন্য বলা হয়, সমানুতা ব্যতীত দুটি যৌগের স্থূল সংকেত সংকেত একই হলেও আণবিক সংকেত ভিন্ন হয়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে স্থূল সংকেত এক হলেও আণবিক সংকেত ভিন্ন কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”