তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?
তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহী মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে আয়নের স্থানান্তরের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়।
অন্যদিকে, ইলেকট্রনীয় পরিবাহীতে মুক্ত ইলেকট্রন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়।
২. তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে রাসায়নিক পরিবর্তন ঘটে।
কিন্তু, ইলেকট্রনীয় পরিবাহীতে রাসায়নিক পরিবর্তন ঘটে না।
৩. তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে।
কিন্তু, ইলেকট্রনীয় পরিবাহী শুধু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে।
৪. তাপমাত্রা বৃদ্ধির সাথে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়।
কিন্তু, ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”