রেজিস্টার কাকে বলে?- বিস্তারিত

রেজিস্টার কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “রেজিস্টার কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

রেজিস্টার কাকে বলে?

রেজিস্টার কাকে বলে?

কম্পিউটারে যে স্মৃতি (Memory) সরাসরি সিপিইউ-এর সাথে যুক্ত এবং যাতে সামায়িকভাবে তথ্য সঞ্চিত করে রাখা যায় তাকে রেজিস্টার (Register) বলে। রেজিস্টার সিপিইউ এর মধ্যে অবস্থিত অস্থায়ী স্মৃতি যা খুব দ্রুত ডাটা গ্রহণ, মজুদ এবং স্থানান্তর করতে পারে। 

ইলেকট্রিক সার্কিট দিয়ে তৈরি বলে রেজিস্টারগুলোর কাজ করার ক্ষমতা খুব দ্রুত। ব্যবহারকারী রেজিস্টারে কিছু জমা রাখতে পারে না। কেবল সিপিইউ গণনার প্রয়োজনে কোনো কিছু রেজিস্টারে জমা রাখতে পারেন। 

প্রতিটি রেজিস্টারের ধারণক্ষমতা নির্দিষ্ট। অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যক বিট সংরক্ষণ করতে পারে। যেমন- ৮ বিট, ৩২ বিট, ৬৪ বিট রেজিস্টার।

আশা করি রেজিস্টার কাকে বলে?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন