স্থির বল এবং পরিবর্তনশীল বল কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “স্থির বল এবং পরিবর্তনশীল বল কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
স্থির বল এবং পরিবর্তনশীল বল কাকে বলে?
স্থির বল : কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল তার ক্রিয়াকালে সর্বত্র ধ্রুব থাকলে অর্থাৎ বলের মান ও দিক অপরিবর্তিত থাকলে তাকে স্থির বা ধ্রুব বল বলে।
কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল তার ক্রিয়াকালে সর্বত্র ধ্রুব থাকে না। আর বল ভেক্টর রাশি বিধায় এর ক্রিয়ারেখার পরিবর্তনেও বল পরিবর্তিত হয়।
পরিবর্তনশীল বল : কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল তার ক্রিয়াকালে সর্বত্র ধ্রুব না থাকলে সে বলকে পরিবর্তনশীল বল বলে। স্প্রিং বল, মহাকর্ষ বল পরিবর্তনশীল বলের উদাহরণ।
আশা করি “স্থির বল এবং পরিবর্তনশীল বল কাকে বলে?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ