পিপেট কিভাবে ব্যবহার করা হয়: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “পিপেট কিভাবে ব্যবহার করা হয়” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
পিপেট কিভাবে ব্যবহার করা হয়
রসায়ন পরীক্ষাগারে কোন নির্দিষ্ট আয়তনের তরল স্থানান্তর কাজে অথবা নির্দিষ্ট আয়তনের তরল পরিমাপ করতে পিপেট ব্যবহার করা হয়।
পিপেটকে ব্যবহারের পূর্বে এটিকে ভালো করে সাবান পানি দিয়ে পরিষ্কার করে ট্যাপের পানি দ্বারা ধুয়ে নিতে হবে। এরপর আরো একবার পাতিত পানি দ্বারা পিপেটি ধুয়ে নিতে হবে। যে তরলটি স্থানান্তর করতে হবে বা পরিমাপ করতে হবে সেই তরল দ্বারা পিপেটকে প্রথমে রিন্স করে নিতে হবে। এরপর পিপেটের উপরের মুখে পিপেট ফিলারে চাপ দিয়ে নির্দিষ্ট পরিমাণ থেকে কিছুটা বেশি তরল পিপেটে নিতে হবে। এরপর পিপেটের ফিলারে আলতোভাবে চাপ দিতে হবে। যাতে করে পিপেটের নির্দিষ্ট আয়তনের দাগের সাথে তরলের Lower meniscus স্পর্শ করে। এরপর নির্দিষ্ট পরিমাণ পিপেটের তরলটিকে অন্য পাত্রে স্থানান্তর করতে হবে।
পিপেটের সাহায্যে 0.5 ml থেকে 50ml পর্যন্ত আয়তনের তরল স্থানান্তর এবং পরিমাপ করা যায়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে পিপেট কিভাবে ব্যবহার করা হয় বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”