এ্যাসোর্ট অর্থ কি? | এ্যাসোর্ট কত প্রকার ও কি কি?- বিস্তারিত

এ্যাসোর্ট (Assort ) অর্থ কি? এ্যাসোর্ট কত প্রকার ও কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “এ্যাসোর্ট (Assort ) অর্থ কি? এ্যাসোর্ট কত প্রকার ও কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

এ্যাসোর্ট অর্থ কি? | এ্যাসোর্ট কত প্রকার ও কি কি?

এ্যাসোর্ট অর্থ কি? 

এ্যাসোর্ট (Assort) অর্থ কোন জিনিসকে বিভিন্ন ভাগে সাজানো। ঐ জিনিসকে যে ব্যক্তি সাজায় তাকে এ্যাসোর্ট ম্যান বলে। 

এ্যাসোর্ট কত প্রকার ও কি কি?

এ্যাসোর্টকে চার ভাগে ভাগ করা যায়:

(১) সলিড সাইজ সলিড কালার : 

একটি কার্টুনে এক সাইজের পোশাক একটি রংয়ের পোশাক দ্বারা কার্টুন করাকে সলিড সাইজ সলিড কালার বলে। অর্থাৎ, একই সাইজ একই রং। যেমন:- সাইজ M কালার M.

(২) সলিড সাইজ এ্যাসোর্ট কালার :

একটি কার্টুনে সাইজ একটি থাকবে কিন্তু কালার বা রং বিভিন্ন থাকবে। অর্থাৎ, একই সাইজ বিভিন্ন রং। যেমনঃ- সাইজ M, রং White, Black, Red.

(৩) এ্যাসোর্ট সাইজ সলিড কালার : 

বিভিন্ন রকম সাইজ এবং রং একটি থাকবে। যেমনঃ- সাইজ S, L, L রং Red.

(৪) এ্যাসোর্ট সাইজ এ্যাসোর্ট কালার : 

বিভিন্ন রকম সাইজ এবং বিভিন্ন রকম কালার বা রং থাকবে। অর্থাৎ বিভিন্ন সাইজ বিভিন্ন রং। যেমনঃ- S, L, M, XL এবং রং Red, Black, White.

আশা করি এ্যাসোর্ট (Assort ) অর্থ কি? এ্যাসোর্ট কত প্রকার ও কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন