কীবোর্ড কি? কীবোর্ড কত প্রকার ও কি কি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “কীবোর্ড কি? কীবোর্ড কত প্রকার ও কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
কীবোর্ড কি?
কীবোর্ড (Keyboard) হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারে তথ্য, উপাত্ত এবং বর্ণ প্রবেশ করানোর জন্য কীবোর্ড ব্যবহৃত হয়। ইংরেজি টাইপ রাইটার-এর মতো কী-সহ অতিরিক্ত আরও কয়েকটি কী (Key) বিশিষ্ট উপকরণটিকে কী-বোর্ড বলে।
বর্তমানে ১১২টি কী (Key) সম্বলিত কীবোর্ড-ই বেশি ব্যবহৃত হয়। কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলোর মধ্যে কীবোর্ড হচ্ছে অন্যতম। বিভিন্ন ধরনের কাজ করার জন্য কম্পিউটারের কীবোর্ডে বিভিন্ন ধরনের কী (Key) রয়েছে। যেমনঃ অপারেশন কী, কার্সর কী, ফাংশন কী, কন্ট্রোল কী এবং নিউমেরিক কীপ্যাড।
কীবোর্ড লেআউট
- QWERTY Keyboard Layout
- Non-QWERTY Keyboard Layout
- AZERTY Keyboard
- DVORAK Keyboard
১. QWERTY Keyboard Layout
- QWERTY
- QWERTZ
- AZERTY
- QZERTY
২. Non-QWERTY Keyboard Layout
- Dvork
- Colemak
- Workman
৩. AZERTY Keyboard
৪. DVORAK Keyboard
কীবোর্ড কী? বিস্তারিত
কীবোর্ড কত প্রকার ও কি কি?
- Flexible Keyboard
- Mechanical Keyboard
- Membrane Keyboard
- Ergonomic Keyboard
- Gaming Keyboard
- Wireless Keyboard
- Multimedia Keyboard
- Handheld Keyboard
- Vertical Keyboard
- Virtual Keyboard
- Projection Keyboard
১. Flexible Keyboard
২. Mechanical Keyboard
৩. Membrane Keyboard
৪. Ergonomic Keyboard
৫. Gaming Keyboard
৬. Wireless Keyboard
৭. Multimedia Keyboard
৮. Handheld Keyboard
৯. Vertical Keyboard
১০. Virtual Keyboard
১১. Projection Keyboard
কীবাের্ড এর ব্যবহার
কীবোর্ড কিভাবে কাজ করে?
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে কীবোর্ড কি? কীবোর্ড কত প্রকার ও কি কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।