ম্যাক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “ম্যাক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
ম্যাক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য
ম্যাক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.5g - 2g কঠিন পদার্থ নমুনা হিসেবে ব্যবহার করা হয়।
কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.05g - 0.2g কঠিন পদার্থ নমুনা হিসেবে ব্যবহার করা হয়।
২. ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 20ml - 30ml আয়তনের তরল নমুনা ব্যবহার করা হয়।
অপরদিকে, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 2ml - 4ml আয়তনের তরল নমুনা হিসেবে ব্যবহার করা হয়।
৩. ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি যন্ত্রপাতি আকারে সাধারণত বড় হয়।
কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে যন্ত্রপাতি আকারে ছোট হয়।
৪. ম্যাক্রো পদ্ধতিতে অনেক সময়ের প্রয়োজন হয়।
কিন্তু, মাইক্রো পদ্ধতিতে সময় কম প্রয়োজন হয়।
৫. ম্যাক্রো পদ্ধতিতে অনেক বেশি বর্জ্য উৎপন্ন হয়। এজন্য এটি পরিবেশকে বেশি দূষিত করে।
কিন্তু, মাইক্রো পদ্ধতিতে বর্জ্যের পরিমাণ নগণ্য। তাই পরিবেশ দূষণের মাত্রা নগণ্য।
৬. ম্যাক্রো পদ্ধতিতে তরল পরিমাপের জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়।
কিন্তু, মাইক্রো পদ্ধতিতে তরল পরিমাপের জন্য মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ম্যাক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”