বীকার কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “বীকার কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
বীকার কি?
বীকারঃ বীকার হচ্ছে কাঁচ নির্মিত এবং দেখতে অনেকটা কাঁচের গ্লাসের মত। যার এক প্রান্ত বদ্ধ এবং অপর প্রান্ত খোলা থাকে।
বিকার বিভিন্ন মাপের হতে পারে যেমন- 50, 100, 250, 500 এবং 1000 মিলি।
বীকার বিভিন্ন আয়তনের দ্রবন পরিমাপ করতে ব্যবহার করা হয়।
সাধারণত বিকারের গায়ে তাপ ধারণ ক্ষমতা লিখা থাকে।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বীকার কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”