C₂₁ - C₃₀ কার্বন শিকল বিশিষ্ট অ্যালকেনের নাম ও সংকেত -রসায়ন [২০২৩]

C₂₁ - C₃₀ কার্বন শিকল বিশিষ্ট অ্যালকেনের নাম ও সংকেত:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “C₂₁ - C₃₀ কার্বন শিকল বিশিষ্ট অ্যালকেনের নাম ও সংকেত” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

C₂₁ - C₃₀ কার্বন শিকল বিশিষ্ট অ্যালকেনের নাম ও সংকেত -রসায়ন [২০২৩]

C₂₁ - C₃₀ কার্বন শিকল বিশিষ্ট অ্যালকেনের নাম ও সংকেত

C₂₁ - C₃₀ পর্যন্ত অ্যালকেনের নাম ও সংকেত নিম্নরুপঃ

  • হেনিকোসেন (Henicosane) - C₂₁H₄₄
  • ডোকোসেন (Docosane) - C₂₂H₄₆
  • ট্রাইকোসেন (Tricosane) - C₂₃H₄₈
  • টেট্রাকোসেন (Tetracosane) - C₂₄H₅₀
  • পেন্টাকোসেন (Pentacosane) - C₂₅H₅₂
  • হেক্সাকোসেন (Hexacosane) - C₂₆H₅₄
  • হেপ্টাকোসেন (Heptacosane) - C₂₇H₅₆
  • অক্টাকোসেন (Octacosane) - C₂₈H₅₈
  • ননাকোসেন (Nonacosane) - C₂₉H₆₀
  • ট্রিয়াকন্টেন (Triacontane) - C₃₀H₆₂

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে C₂₁ - C₃₀ কার্বন শিকল বিশিষ্ট অ্যালকেনের নাম ও সংকেত বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন