C4 উদ্ভিদ কাকে বলে? | C4 উদ্ভিদের উদাহরণ- বিস্তারিত [2023]

C4 উদ্ভিদ কাকে বলে? C4 উদ্ভিদের উদাহরণ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “C4 উদ্ভিদ কাকে বলে? C4 উদ্ভিদের উদাহরণ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

C4 উদ্ভিদ কাকে বলে? |  C4 উদ্ভিদের উদাহরণ

C4 উদ্ভিদ কাকে বলে? C4 উদ্ভিদের উদাহরণ

সবুজ উদ্ভিদে সংঘটিত সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে CO2 বিজারণের তিনটি গতিপথের একটি হলো হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। 

এ চক্রের প্রথম অস্থায়ী পদার্থ হলো ৪ কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক এসিড। যেসব উদ্ভিদে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথের মাধ্যমে CO2-এর বিজারণ সংঘটিত হয় সেসব উদ্ভিদকে C4 উদ্ভিদ বলে। যেমন : ভুট্টা, আখ, অন্যান্য ঘাসজাতীয় উদ্ভিদ।

আশা করি C4 উদ্ভিদ কাকে বলে? C4 উদ্ভিদের উদাহরণএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন