CoCl₂ এর সাথে NaOH এর বিক্রিয়া: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “CoCl₂ এর সাথে NaOH এর বিক্রিয়া” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
CoCl₂ এর সাথে NaOH এর বিক্রিয়া
CoCl₂ এর দ্রবণে NaOH যোগ করলে প্রথমে Co(OH)₂ এর গোলাপি বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয়। পরে দ্রবণে অধিক NaOH যোগ করলে সোডিয়াম কোবাল্টেট উৎপন্ন হয় এবং অধঃক্ষেপ দ্রবীভূত হয়।
- CoCl₂+ 2NaOH -----> Co(OH)₂ + 2NaCl
- Co(OH)₂ + 2NaOH -----> Co(OH)₄Na₂
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে CoCl₂ এর সাথে NaOH এর বিক্রিয়া বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। “ধন্যবাদ”