কোষস্থ নির্জীব বস্তু কাকে বলে? বংশগতি রক্ষায় DNA এর ভূমিকা লিখ [2023]

কোষস্থ নির্জীব বস্তু কাকে বলে? বংশগতি রক্ষায় DNA এর ভূমিকা লিখ:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “কোষস্থ নির্জীব বস্তু কাকে বলে? বংশগতি রক্ষায় DNA এর ভূমিকা লিখ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কোষস্থ নির্জীব বস্তু কাকে বলে? বংশগতি রক্ষায় DNA এর ভূমিকা লিখ

কোষস্থ নির্জীব বস্তু কাকে বলে? বংশগতি রক্ষায় DNA এর ভূমিকা লিখ

কোষীয় বিপাক ক্রিয়ায় সৃষ্ট বহু নির্জীব বস্তু কোষের সাইটোপ্লাজমে এবং কোষগহ্বরে জমা হয়। 

এদেরকে কোষস্থ নির্জীব বস্তু বলে। নির্জীব বস্তুগুলো দ্রবীভূত অবস্থায়, কৃস্টাল হিসেবে, ফোঁটা বা দানাদার বস্তু হিসেবে অবস্থান করতে পারে। নির্জীব বস্তুগুলোকে প্রধান তিন শ্রেণিতে ভাগ করা যায়। যথা– সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ ও বর্জ্য পদার্থ।

বংশগতি রক্ষায় DNA এর ভূমিকা

DNA বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। DNA মূলত ক্রোমোসোমের মূল গাঠনিক উপাদান। DNA তে অসংখ্য জিন বিদ্যমান। 

এই জিনই সকল প্রকার অদৃশ্য ও দৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রকারী। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে; কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে।

DNA বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য পিতা-মাতা থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত করে। যৌন জননের মাধ্যমে এই চারিত্রিক বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। 

DNA তে অবস্থিত এই সকল জিন জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে স্থানান্তর করে। 

যে কারণে মূলত আমরা পিতা-মাতার সাথে সন্তান-সন্ততিতে অনেক সাদৃশ্য খুঁজে পাই।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে কোষস্থ নির্জীব বস্তু কাকে বলে? বংশগতি রক্ষায় DNA এর ভূমিকা লিখ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন