ডিএনএ (DNA) প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ডিএনএ (DNA) প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তো আসুন আমরা জেনে নিই।
ডিএনএ (DNA) প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন কাকে বলে?
যে প্রক্রিয়ায় একটি DNA ডাবল হেলিক্স থেকে একইরকম দুটি অণুর সৃষ্টি হয়, তাকে DNA-র রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ বলে। DNA-র প্রতিলিপি সৃষ্টিই কোষ বিভাজনের পূর্বশর্ত। ইন্টারফেজ পর্যায়ে বা সংশ্লেষণমূলক উপপর্যায়ে DNA তার প্রতিরূপ সৃষ্টি করে।
কিন্তু কীভাবে DNA-র রেপ্লিকেশন সম্পন্ন হয় তা নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করেছেন। লেভিয়েস্থান ও ক্রেন ১৯৫৬ খ্রিস্টাব্দে DNA অণুর রেপ্লিকেশনের ব্যাপারে তিনটি অনুকল্প প্রস্তাব করেন, যথা:
1। রক্ষণশীল
2। অর্ধরক্ষণশীল এবং
3। বিচ্ছুরণশীল
১। রক্ষণশীল (Conservative) প্রক্রিয়াঃ
এক্ষেত্রে রেপ্লিকেশনে সৃষ্ট দুটি DNA অণুর একটিতে দুটি সূত্রই পুরনো থাকে আর অন্যটিতে দুটি সূত্রই নতুন সংশ্লেষিত হয়।
২। অর্ধ-রক্ষণশীল (Semi-conservative) :
এক্ষেত্রে রেপ্লিকেশনে সৃষ্ট দুটি DNA-র প্রত্যেকটিতেই একটি করে পুরনো সূত্র এবং একটি করে নতুন সংশ্লেষিত সূত্র থাকে।
৩। বিচ্ছুরণশীল (Dispersive) প্রক্রিয়া :
এক্ষেত্রে রেপ্লিকেশনে সৃষ্ট দুটি DNA-র প্রত্যেকটিতেই স্থানে স্থানে কিছু পুরনো, কিছু নতুন সংশ্লেষিত অংশ যুক্ত থাকে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ডিএনএ (DNA) প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।