ফোল্ডার (Folder) বলতে কি বুঝায়? | ফোল্ডারের নাম কীভাবে পরিবর্তন করা যায়?

ফোল্ডার (Folder) বলতে কি বুঝায়? ফোল্ডারের নাম কীভাবে পরিবর্তন করা যায়?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ফোল্ডার (Folder) বলতে কি বুঝায়? ফোল্ডারের নাম কীভাবে পরিবর্তন করা যায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ফোল্ডার (Folder) বলতে কি বুঝায়? | ফোল্ডারের নাম কীভাবে পরিবর্তন করা যায়?

ফোল্ডার (Folder) বলতে কি বুঝায়?

সহজ অর্থে ফোল্ডার (Folder) হলাে এক ধরনের ফাইল যার ভেতরে অন্য ধরনের ফাইল সংরক্ষণ করা যায়। অন্যভাবে বলা যায়, ফোল্ডার হলাে কম্পিউটার মেমরিতে এমন এক ক্ষুদ্র অংশ বা আধার যাতে বিভিন্ন ধরনের বা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইল সংরক্ষণ করা যায়। 

সংরক্ষিত ফাইলগুলাের নামের সাথে সামঞ্জস্যতা রক্ষা করে ফোল্ডারের পরিচিতিমূলক নাম দেওয়া হয়ে থাকে। যেমন– একটি বিদ্যালয় এর ছাত্রছাত্রীদের বিভিন্ন তথ্য সম্পর্কিত ফাইলসমূহের সমন্বয়ে তৈরি ফোল্ডারের নাম দেওয়া যেতে পারে Student database.

ফোল্ডারের নাম কীভাবে পরিবর্তন করা যায়?

  1. যে ফোল্ডারটির নাম পরিবর্তন করতে হবে তার উপর Mouse এর ডান বাটন Click করলে একটি কমান্ড লিস্ট দেখা যাবে।
  2. কমান্ড লিস্টের Rename অপশনে Click করতে হবে। এতে ফোল্ডারের নামটি পরিবর্তনের জন্য Select আকারে দেখাবে।
  3. এমন অবস্থায় কী বোর্ডের সাহায্যে ফোল্ডারের জন্য নতুন নাম নির্ধারণ করতে হবে।
  4. বাইরে ফাঁকা জায়গায় Mouse এর বাম বাটন Click করলে নতুন দেওয়া নামটি ফোল্ডারের নাম হিসেবে নির্ধারিত হবে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ফোল্ডার (Folder) বলতে কি বুঝায়? ফোল্ডারের নাম কীভাবে পরিবর্তন করা যায়? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন