ফাংশন কী (Function Key) কাকে বলে? ফাংশন কী (Function Key) এর কাজ কি?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ফাংশন কী (Function Key) কাকে বলে? ফাংশন কী (Function Key) এর কাজ কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ফাংশন কী (Function Key) কাকে বলে?
বিশেষ কাজ সম্পাদনের জন্য কী-বোর্ডের উপরের দিকে সন্নিবেশিত (F1, F2, .....F12) কীগুলোকে ফাংশন কী (Function Key) বলে।
এই কীগুলোর সাহায্যে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদন, বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়। তাছাড়া একই ধরনের কাজ বার বার করার জন্য ফাংশন কীগুলোর ব্যবহার জনপ্রিয়।
ফাংশন কী (Function Key) এর কাজ কি?
নিচে বিভিন্ন Function Keys এর কাজের বর্ণনা দেয়া হলো–
- F1 : F1 বোতামে চাপ দিলে Help topics দেখাবে।
- F2 : F2 চাপ দিলে অটোক্যাড Text window আসবে, আর ঐ একই বোতাম চাপ দিলে graphic পর্দায় ফিরে যাবে।
- F3 : End point, mid point ইত্যাদি অবস্থান নিরূপণের জন্য ব্যবহার করা হয়।
- F4 : Tablet অন/অফ করে।
- F5 : Isoplane অন/অফ করে।
- F6 : F6 চাপ দিলে কার্সর অবস্থানের স্থানাঙ্ক দেখাবে আবার ঐ একই বোতাম চাপ দিলে তা আর দেখা যাবে না।
- F7 : গ্রিড ON ও OFF করার কাজে ব্যবহৃত হয়। গ্রিড হল অঙ্কন পর্দার উপর সম দূরত্বে অনুভূমিক ও লম্বভাবে সাজানো বিন্দুসমূহ। বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব Grid কমান্ডের মাধ্যমে কম-বেশি করা যায়।
- F8 : ড্রইং লাইন সোজা অঙ্কনের জন্য ortho মোড ব্যবহার করা হয়। F8 চাপ দিয়ে Ortho মোডে আসা যায় অথবা ঐ মোড থেকে বের হওয়া যায়।
- F9 : F9 বোতাম চেপে স্নাপ (snap) অন বা অফ করা যায়। স্নাপ অন মোডে থাকা অবস্থায় কার্সরের মুভমেন্ট নিয়ন্ত্রিত হয়। অপরদিকে snap অফ মোডে থাকলে কার্সর ফ্রি অবস্থায় থাকে।
- F10 : Polar (কোণ) এর ON ও OFF মোড নিয়ন্ত্রিত করে।
- F11 : Object Snap Tracking অন/অফ করার কাজ করে। Object Snap-এর সহযোগী হিসাবে বস্তুর অনুভূমিক, খাড়া ও কৌণিক অবস্থান দেখায়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ফাংশন কী (Function Key) কাকে বলে? ফাংশন কী (Function Key) এর কাজ কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।